৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:বুধবার, ১৫ জানু ২০২৫ ০৩:০১
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত গাজী আমজাদ হোসেনকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১