২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:বুধবার, ১৫ জানু ২০২৫ ০৩:০১
শিক্ষা প্রশাসনে শীর্ষ জায়গা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন উপ-পরিচালক ও সহকারী পরিচালক পদে নতুন মুখ এসেছে। এছাড়াও বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত ১৭৭ জন শিক্ষককে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে সহযোগী অধ্যাপক ৩ জন, সহকারী অধ্যাপক ২৩ জন ও বাকিরা প্রভাষক।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়।
গত ৩১ ডিসেম্বর অবসরজনিত ছুটিতে গেছেন মাধ্যমিক শাখা উ-পরিচালক আব্দুল আজিজ। তার স্থলে নতুন পদায়ন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী। একইসঙ্গে অধিদপ্তরের সহকারী পরিচালক পদে পদায়ন পেয়েছেন খাগড়াছড়ি সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১