৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ জানু ২০২৫ ০২:০১
ঐতিহাসিক দলিল তৈরিতে উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার বাংলাদেশ (এবি) দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, শব্দে শব্দে সব দলের একমত হওয়া কঠিন বা দরকারও নেই। আমাদের প্রক্রিয়ায় একমত হওয়া দরকার। কোন প্রক্রিয়া অনুসরণ করে গণঅভ্যুত্থানের ফরমান লিখিত হবে। সব দল তা সম্মতির ভিত্তিতে গ্রহণ করবে স্বাধীনতার ঘোষণাপত্রের মতো।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার ডাকে সর্বদলীয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলম জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া দিয়েছিলেন। ঘোষণাপত্র নিয়ে আমরা একটি লিখিত পরামর্শ দিয়েছি।
ঘোষণাপত্র তৈরিতে সংবিধান সংস্কার কমিশন বা অন্য কোনো কমিটি বা কমিশনকে দায়িত্ব দেওয়ার পরামর্শ বিভিন্ন রাজনৈতিক দল থেকে দেওয়া হয়েছে বলে জানান ফুয়াদ।
তিনি বলেন, উপদেষ্টামণ্ডলী রাজনৈতিক দলগুলোর পরামর্শকে যৌক্তিক মনে করেছেন। ঘোষণাপত্রের আকার ছোট করার পরামর্শও দেওয়া হয়েছে। আর কাঠামোতে সবার একমত হওয়া দরকার। কারণ, বড় ডকুমেন্টে দ্বিমতের সুযোগ বেশি আসবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১