৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ১৮ জানু ২০২৫ ০২:০১
দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগের এক অংশের ১৯ জানুয়ারি হাসিনার ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার আয়োজনের প্রতিবাদ করে প্রতিরোধের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা বিএনপির নর্থ শাখা।
গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা বিএনপির নর্থ শাখার আহ্বায়ক জহিরুল আলম তরুণ, প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন ও সিনিয়র সহ-সভাপতি ইমরান আলী বাবুল বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তারা জানান, বাংলাদেশ থেকে বিতাড়িত, হাজার হাজার কোটি টাকা পাচারকারী, শত শত ছাত্রজনতা গুম ও হত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসে আবারও ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। দক্ষিণ আফ্রিকার পতিত স্বৈরাচারের দোসররা এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হয়েছে। তাই সব জাতীয়তাবাদী শক্তিকে একত্র হয়ে এই পতিত স্বৈরাচারকে নির্মূলের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে যাত্রা শুরু করতে হবে।
আগামী ১৯ তারিখের এই পতিত স্বৈরাচারের দোসরদের নির্মূলের জন্য সবাই ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দক্ষিণ আফ্রিকা বিএনপির নেতারা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১