৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ১৯ জানু ২০২৫ ০৩:০১
ফরিদপুর জেলা যুবদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলমকে দলের সাধারণ সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত আরেক চিঠিতে তিনজনকে শোকজ করা হয়েছে।
শনিবার (১৮ জনুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার পদপ্রত্যাশী নেতাদের সাক্ষাৎকার গ্রহণ সভায় তথ্য গোপন করে উপস্থিত হওয়ায়, ইতোপূর্বে দলীয় নির্দেশনা অমান্য করে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলমকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত আরেক চিঠিতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি কে এম জাফর এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শামীমুল হক তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তাতে বলা হয়েছে, আপনারা দলীয় নির্দেশনা অমান্য করে ইতোপূর্বে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলমকে জেলার পদপ্রত্যাশী নেতৃবৃন্দের সাক্ষাৎকার গ্রহণ সভায় উপস্থিত করা, তার উপস্থিতির তথ্য গোপন করা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদানের মাধ্যমে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন।
এমতাবস্থায়, সংগঠন বিরোধী এহেন কর্মকাণ্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন (০৩) দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
বহিষ্কারের ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে জেলা যুবদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, বিএনপির হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। তিনটি মামলার আসামি হয়েছি। এর মধ্যে দুটি নাশকতা ও একটি আওয়ামী লীগের অফিস পোড়ানোর মামলা রয়েছে। জেলও খেটেছি। তারপরও দল আমাকে বহিষ্কার করেছে। কী আর বলার থাকে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১