৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ০৮ জুন ২০২৪ ১০:০৬
নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন রিশাদ। নিজের বোলিংয়ের ৪ ওভার কোটা পূরণ করে ২২ রানে নেন ৩ উইকেট। ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিশাদকে আলাদা করে ব্যাখা করেছেন অধিনায়ক শান্ত।
তিনি বলেন, ‘(রিশাদ) অসাধারণ বোলিং করেছে। গত কয়েক সিরিজ ধরেই ভালো করে আসছে। সে যেভাবে অনুশীলন করে। ওর প্রস্তুতি খুবই ভালো। আমরা সবসময় সংগ্রাম করি আমাদের একটা লেগ স্পিনার নাই। অই জায়গাটা আমাদের পূরণ হয়েছে আমি আশা করব যে সামনের ম্যাচগুলোতেও এভাবে অবদান রাখবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে শান্ত বলেছেন, ‘আসলে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং শুরু করল তাতে আমার মনে হয় তারা দারুণভাবে শুরু করেছে। প্রথম ইনিংসের পর বল হাতেও তারা ভালো শুরু করেছিল। তারা দারুণ ক্যারেক্টার দেখিয়েছে মাঠে। ফিল্ডাররা নিজেদের উজাড় করে দিয়েছে। আমার মনে হয় তারা কিছুটা কম রান করেছে।’
মিডল ওভারে লঙ্কানদের রান নিয়ন্ত্রণের পাশাপাশি ক্রমাগত উইকেট নিয়ে রিশাদ লঙ্কান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। যার সাফল্য পেয়েছে দল, জয়ের পর তিনিও পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। নিজের অনুভূতি জানিয়ে রিশাদ বলেন, ‘আজকের পিচ ভালো, সেটিকে আমি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। (হ্যাটট্রিকের সুযোগ) কাজে লাগানোরও আমার স্বাভাবিক প্রচেষ্টা ছিল।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১