৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ১৯ জানু ২০২৫ ০৩:০১
সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা এবং সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের বিরুদ্ধে ৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে রোববার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,কবির বিন আনোয়ারের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৪৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া ৯টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন করেছেন।
অন্যদিকে তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে কবির বিন আনোয়ারকেও। তৌফিকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৩৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। আর ৬টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার টাকা এবং ২২ হাজার ২৮০ ইউএস ডলার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ২৬ আগস্ট কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক।
এ ছাড়া, সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের ১৮টি ব্যাংক হিসাবে ২৬ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার সন্দেহজনক লেনদেন এবং ৭ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ৩৯ লাখ ২২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী উম্মে কুলসুমের সম্পদ বিবরণী তলব করে দুদক।
গত বছরের ৩০ অক্টোবর সাবেক কৃষিমন্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১