৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২১ জানু ২০২৫ ০৩:০১
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে স্পেনের মাদ্রিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২০জানুয়ারি) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল্লাহ আল জিহাদ। সভায় সভাপতিত্ব করেন- মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্পেন বিএনপি নেতা সৈয়দ মাসুদুর রহমান নাসিম,আব্দুল আওয়াল খান, শহীদুল ইসলাম, শামীম খান বিপ্লব প্রমুখ। মাদ্রিদ মহানগর নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ। যুবদলের মধ্যে বক্তব্য রাখেন মানিক ব্যাপারী, আব্দুল মজিদ সুজন ,ইয়াছিন আরাফাত শুভ। মহানগর বিএনপির অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিনহাজ ইসলাম, শাপিন মজুমদার, মো.সাঈদ আহমেদ, মাসুম আহমেদ, মো. রফিক আহমেদ, আবু বক্কর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছেন। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন- বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১