৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২১ জানু ২০২৫ ০৩:০১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘১ম বিপ্লবত্তোর বিতর্ক যুদ্ধ -২০২৫’ শিরোনামে ইসলামিক স্টাডিজ বিভাগ আয়োজিত আন্তঃবিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ এবং রানার্সআপ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. রইছ উদ্দিন বিতর্কের ফলাফল ঘোষণা করেন। এর আগে ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের ২৪টি দলের মধ্যে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের সভাপতি নাইমা আক্তার রিতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. রেজাউল করিম বলেন, আমি এ অনুষ্ঠানের আরেকটা নাম দিতে চাই, শিক্ষার্থীদের সফল আন্দোলন উত্তর বিতর্ক প্রতিযোগিতা। ছাত্ররা যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন, বিতর্ক করে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়, কথা বলতে হয়, সেখানে যদি এই ছাত্ররা থাকে, তবে ভালো হতো।
উপাচার্য আরও বলেন, আজকের এ বিতর্ক আমি খুবই উপভোগ করেছি। আজকের বিতর্কের মোশন ছিল আনুপাতিক হারে নির্বাচন। আমি আশা করি, আজকে যারা বিতর্ক করেছে তারা যেন সামনে জাতীয় সংসদে যেতে পারে। আমাদের এমন একটি ব্যবস্থা রাখতে হবে যেখানে এসব যোগ্যরা যেন যেতে পারে। আনুপাতিক হারে সংসদ সদস্য হলে মনে হয় ভালো হতো। আমরা আগে যেমনটা দেখেছি পূর্বে যারা সংসদে যায়, তারা শুধু তাদের নেতার গুণ গায়। তাই আমি মনে করি, এই বিতর্ক যেন ভবিষ্যতের সংসদ সদস্য হিসেবে গড়ে তোলে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন। তিনি বলেন এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মধ্যে বুদ্ধিভিত্তিক কার্যক্রম হিসেবে বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, একদিকে প্রকাশনা উৎসব, এদিকে বিতর্ক প্রতিযোগিতা, আরেক দিকে পিঠা উৎসব। এ বিশ্ববিদ্যালয়ই আমরা চাই। এ ধরনের পরিবেশ সম্ভব হয়েছে কারণ চেয়ারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেউ বসা নেই, যারা আছে তারা আমাদের ঘরের লোক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ, এডিসিএল আইটির ম্যানেজিং ডিরেক্টর আদনান আল-আমিন । এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১