৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ১৩ মে ২০২৪ ০৫:০৫
অর্থনীতি ডেস্কঃ
মে, ২০২৪ সালের ১ম ১০ দিনে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার যা এপ্রিল মাসের তুলনায় বেশি। এই ১০ দিনে প্রতিদিন গড়ে এসেছে ৮ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক সোমবার (১২ মে) এই তথ্য প্রকাশ করে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল, ২০২৪ ঈদুল ফিতরের মাসে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৮১ লাখ ২ হাজার ডলার। মে, ২০২৩ সালে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৫ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৬৬৬ ডলার।
এই তথ্য অনুযায়ী মে মাসের ১০ দিনে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭১ কোটি ৫১ লাখ ৩০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ লাখ ৪০ হাজার ডলার।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১