পিএইচডি, লেখক সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষকেরা পেলেন সংবর্ধনা

প্রকাশিত:শনিবার, ০৮ জুন ২০২৪ ১০:০৬

পিএইচডি, লেখক সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষকেরা পেলেন সংবর্ধনা

নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজন করল পিএইচডি, লেখক সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক পিএইচডি সম্মাননা পেয়েছেন। ২০২৪ সালে প্রকাশিত বইয়ের প্রেক্ষিতে লেখক সম্মাননা পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ করে তুলেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক হাসিনা খান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আতাউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। শিক্ষক সমিতির সব নেতা ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এই অনুষ্ঠান।

শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অধ্যাপক হাসিনা খান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক ও জনবল নিশ্চিতকরণসহ বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কার্যক্রমের বিষয়ে কার্যকরী উদ্যোগ নেবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন প্রধান অতিথি।

শিক্ষক সমিতি আয়োজিত এ অনুষ্ঠানের গুরুত্ব এবং শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বক্ষণিক উদ্যোগ ও আন্তরিকতা বিষয়ে বক্তব্য দেন প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য সৌমিত্র শেখর। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ