নাটোর জেলা বিএনপির কমিটি সংশোধনের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত:সোমবার, ০৩ ফেব্রু ২০২৫ ০১:০২

নাটোর জেলা বিএনপির কমিটি সংশোধনের দাবিতে বিক্ষোভ

নাটোর জেলা বিএনপির ১৬ সদস্যের নবগঠিত আহ্বায়ক কমিটি সংশোধনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিতরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির পদবঞ্চিত নেতারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, নাটোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ পদবঞ্চিত নেতারা।

বক্তব্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, নতুন কমিটিতে অনেক অসঙ্গতি রয়েছে। কমিটিতে ১ নং সদস্য যাকে করা হয়েছে সে কবে বিএনপি করেছে কেউ জানে না। তাই এই কমিটির সংশোধন করতে হবে। গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, রক্ত দিয়েছে তাদের অধিকাংশেরই নাম নেই। অথচ আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যারা নির্যাতিত তারাই কমিটিতে থাকবেন। কিন্তু বিভাগীয় চক্রান্তের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে নাটোর বিএনপির কমিটিতে ত্যাগীদের রাখা হয়নি।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মী যারা আওয়ামী দুঃশাসনের আমলে বাড়িতে পর্যন্ত থাকতে পারেন নাই, তাদেরকে কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে। অথচ যাদের নাম-পদচারণা বিএনপির সঙ্গে ছিল না তাদেরকেও কমিটিতে রাখা হয়েছে। আমি আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উদ্দেশ্যে বলতে চাই— যেই অসঙ্গতি গুলো রয়েছে এগুলো সম্পূর্ণরূপে সংশোধন করে সুন্দর কমিটি উপহার দিন। নইলে আগামী দিনে মিটিংয়ে এসে লোক খুঁজে পাবেন না।

এ বিষয়ে জানতে চাইলে নতুন কমিটির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, নতুন কমিটিতে তিন-চারজন দলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। বিশেষ করে একজন যুগ্ম আহ্বায়ক ডিউক, যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। সদস্য করা হয়েছে কাসেম সাহেবকে সে বিএনপি করে কিনা সেটাও আমরা জানি না। এছাড়াও রঞ্জিত ও রাজু নামে দুইজনকে সদস্য করা হয়েছে যারা আন্দোলন সংগ্রামে ছিল না। তবে এই কমিটি কেন্দ্র থেকে হয়েছে, এখানে বিভাগীয় চক্রান্তের কথা সঠিক নয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট শাহীন শওকত বলেন, নাটোরের বিষয়ে কথা বলতে চাচ্ছি না।

প্রসঙ্গত, গতকাল রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে নাটোর জেলা বিএনপির ১৬ সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। কমিটি ঘোষণার পর থেকেই দলটির পদবঞ্চিত একাংশের নেতাকর্মীরা ফুঁসে ওঠেন।