ধর্মানুভূতিতে আঘাত, জবি শিক্ষার্থীর ৫বছরের কারাদণ্ড

প্রকাশিত:সোমবার, ১৩ মে ২০২৪ ০৬:০৫

ধর্মানুভূতিতে আঘাত, জবি শিক্ষার্থীর ৫বছরের কারাদণ্ড

জাবি প্রতিনিধি: ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিথি সরকার পাঁচ বছরের কারাদন্ডে দন্ডিত হয়েছেন। ঢাকার সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় সোমবার তাকে এ কারাদণ্ড দেন।

আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি ২০২০ সালের ৫ই নভেম্বর ঢাকার সাইবার ট্রাইবুনালে তিথি সরকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইবুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।

আসামি তিথি সরকার ২০২০ সালের ১৬ অক্টোবর থেকে ২৩শে অক্টোবরের মধ্যে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম কে নিয়ে কটুক্তি করেন, যা সাধারণের ধর্মানুভূতিতে আঘাত করে।

দন্ডিত আসামি তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ (জবি) শাখার দপ্তর সম্পাদক ছিলেন।ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হয়। একই অভিযোগে তিথি সরকারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় ২০২০ সালের ২৬শে অক্টোবর।

এ সংক্রান্ত আরও সংবাদ