আমিরকে বাবা পরিচয় দিলেন না জুনায়েদ, বললেন— একই এলাকায় থাকি

প্রকাশিত:বুধবার, ০৫ ফেব্রু ২০২৫ ০২:০২

আমিরকে বাবা পরিচয় দিলেন না জুনায়েদ, বললেন— একই এলাকায় থাকি

বলিউড সুপারস্টার আমির খানের পুত্র জুনায়েদ খান বিলাসবহুল গাড়ির বদলে অটোতে চলাচল করতে পছন্দ করেন। সম্প্রতি ভারতি সিং এবং হার্শ লিম্বাচিয়া-এর ইউটিউব চ্যানেলে একটি আড্ডায় জুনায়েদ তার এই অভ্যাসের পেছনের কারণ ও একটি মজার ঘটনা শেয়ার করেন।

জুনায়েদ কেন বিলাসবহুল গাড়ির বদলে অটোতে যাতায়াত করেন? এমন প্রশ্ন করা হলে আমিরপুত্র বলেন, ‘মুম্বাইয়ের মতো শহরে অটোতে চলা সবচেয়ে ভালো উপায়। গাড়ি নিলে ট্রাফিক জ্যাম হবে, পার্কিং খুঁজে পেতে সময় লাগবে। সে কারণে আমি মনে করি, অটোতে চলাচল করাই একদম সঠিক সিদ্ধান্ত।’

জুনায়েদ বলেন, ‘মুম্বাই বেশিরভাগ মানুষ আমাকে চেনে না। একবারই কেবল এক অটো চালক আমাকে চিনেছিল।’

সেই ঘটনা শেয়ার করে তিনি বলেন, ‘একবার আমি আন্দেরি থেকে বান্দ্রা যাচ্ছিলাম নাটকের রিহার্সালের জন্য। একই সময় বাবা ইয়াশ রাজ স্টুডিও থেকে ফিরছিলেন। একটা লাল সিগন্যালে তার গাড়ি ঠিক আমার অটোর পাশেই থেমে ছিল। আমি তখন ফোনে ব্যস্ত ছিলাম, বাবা গাড়ির জানালা নামিয়ে আমাকে হ্যালো বলেন, আমিও পাল্টা জবাবে তাকে হ্যালো বলি।’

পরের মজার ঘটনা উল্লেখ করে আমিরপুত্র বলেন, সিগন্যাল ছেড়ে দেওয়ার পরে বাবার গাড়ি সামনে চলে যায়। তখন অটো চালক আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি তাকে চেনেন?’ আমি বলি, ‘হ্যাঁ, আসলে আমরা একই এলাকায় থাকি। তার মা আর আমার দাদি বানারসের।’

জুনায়েদের মুখে এমন ঘটনা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। অটোচালক ঘুনাক্ষরেও বুঝতে পারেননি তার গাড়িতে বসে ছিলেন স্বয়ং আমিরপুত্র নিজেই।

প্রসঙ্গত, বলিউডে অভিষেক হয়েছে জুনায়েদ খান এবং খুশি কাপূরের। যথাক্রমে ‘মহারাজ’ এবং ‘দ্য আর্কিস’- অভিনয় করেছেন তারা।