বগুড়ায় আ. লীগ ও জাসদ অফিস গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

প্রকাশিত:শনিবার, ০৮ ফেব্রু ২০২৫ ০৩:০২

বগুড়ায় আ. লীগ ও জাসদ অফিস গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

বগুড়া: বগুড়া জেলা আওয়ামী লীগ ও জাসদ কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ শেষে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।

এ সময় জাতীয় পার্টি ও জেলা জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র- জনতা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এরপর পৌনে ১০টার দিকে বুলডোজার দিয়ে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে ১২ তলা ভবনের নিচতলায় শেখ হাসিনার নাম ফলক হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে। রাত ৮টার দিকে স্টেশন রোড, নবাববাড়ি সড়ক দিয়ে দুই শতাধিক ছাত্র-জনতা ‘দিল্লি না ঢাকা’ ‘ঢাকা- ঢাকা’ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

এরপর বিক্ষুদ্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ অফিস সংলগ্ন জেলা জাসদ কার্যালয় ভাঙচুর করে। পরে তারা অফিসের ভেতর থেকে আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে থানা রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এদিকে, বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের বাবার বাড়ি সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া সোনাতলা উপজেলা আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

এ সংক্রান্ত আরও সংবাদ