৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ০৯ ফেব্রু ২০২৫ ০২:০২
ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
এখনো থেমে থেমে তা চলছে।
জানা যায়, বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং লাঠি দিয়ে আঘাত করে সিটি কলেজের নামফলক খুলে ফেলেন।
এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং তখন সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্ক। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল।
ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বাংলানিউজকে বলেন, বিকেল ৪টার দিকে দুই কলেজের শিক্ষার্থীরা মারামারি করেন। থেমে থেমে মারামারি চলছে।
কী কারণে মারামারি হচ্ছে জানতে চাইলে ওসি বলেন, বন্ধুদের মধ্যে দুষ্টুমির জের ধরে মারামারি করে এমন হতে পারে। কেউ আহত হয়েছে কিনা বলতে পারছি না। সাড়ে ৫টার পরে সড়ক ফাঁকা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১