২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:বুধবার, ১২ ফেব্রু ২০২৫ ০৩:০২
নীলফামারী: হত্যাচেষ্টা মামলায় নীলফামারীর সৈয়দপুরে মোছা. ববি নামে মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা শহরের বাবুপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ববি পৌর ১২ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা শহরের নতুন বাবুপাড়া এলাকার বাবলুর স্ত্রী। তিনি সাবেক পৌর মেয়র রাফিকা আকতার বেবীর সঙ্গে সার্বক্ষণিক সঙ্গ দিতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত বছরের ০৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে পায়ে গুলিবিদ্ধ হন বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম। একই বছরের ০৬ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় মোছা. ববিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে ববিকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১