কুয়েতে সাংবাদিক সাদেক রিপনকে সম্মাননা প্রদান

প্রকাশিত:রবিবার, ০৯ জুন ২০২৪ ১০:০৬

কুয়েতে সাংবাদিক সাদেক রিপনকে সম্মাননা প্রদান

নিউজ ডেস্ক: শুক্রবার (৭ জুন) আল রাই ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে চ্যাম্পিয়ান লীগ ২০২৩ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিজ। বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা হোসেন আহমদ আজিজ, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, পরিচালক আবুল হোসেন, কাসাদুলসহ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের খেলোয়াড় ও সংবাদকর্মীরা।

এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মোট ৪০টি দল। এতে চেন্নাই ফায়ার বয়েস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ সংক্রান্ত আরও সংবাদ