দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত:শুক্রবার, ২১ ফেব্রু ২০২৫ ০১:০২

দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুবাই ও উত্তম আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে কনস্যুলেট কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর মোহাম্মদ আব্দুস সালাম ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন শ্রম প্রথম সচিব শাহানাজ পারভিন। পরে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

এসময় কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, এবারের ভাষা দিবসের ভিন্নরকম অনুভূতি রয়েছে। আমরা ৫২-এ বৈষম্যবিরোধী আন্দোলন করে আমরা বুকের তাজা রক্ত ঢেলে অধিকার আদায় করেছি। একইভাবে ২৪-এ ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। দেশের সব ঐতিহাসিক অর্জনকে সম্মান জানাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ অধিকারের জন্য লড়তে জানে। আমাদের লড়াইয়ের ইতিহাস রয়েছে। ৫২, ৭১ সর্বশেষ ২৪-এ লড়াইয়ের মাধ্যমেই বিজয় অর্জন করেছি।

দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার, ব্যবসায়ী ইয়াকুব সৈনিক, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিরাজুল হক, প্রসাসের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

এর আগে সকালে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন কনস্যুলেটের কর্মকর্তারা। এসময় ভাষা শহীদদের প্রতি আরও শ্রদ্ধা নিবেদন করেন আমিরাতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।