ক্লিন সপ্তাহে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ডিএসসিসি

প্রকাশিত:রবিবার, ২৩ ফেব্রু ২০২৫ ০১:০২

ক্লিন সপ্তাহে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ডিএসসিসি

ক্লিন সপ্তাহে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান, পরিবেশ দূষণ রোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্লিন সপ্তাহ-২০২৫ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ক্লিন সপ্তাহ-২০২৫ অভিযানে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে সড়কের মিড আইল্যান্ড পরিচ্ছন্ন, সড়কে জমাকৃত বালি, মাটি, ঝরা পাতা অপসারণ, সসার ড্রেনের বালি/মাটি অপসারণ, ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মাঠ পর্যায়ের এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বলেও জানান তিনি।