৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ০৯ জুন ২০২৪ ০২:০৬
নিউজ ডেস্ক: স্নাতক পাস করা গ্র্যাজুয়েটদের কাছে চাকরির বাজার উন্মুক্ত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) উদ্যোগে দুই দিনের ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যাল শুরু হয়েছে। এতে ৪০টির বেশি বেসরকারি কোম্পানি ও দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক অধিক গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ক্যারিয়ার কার্নিভ্যালের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বাকৃবির ক্যারিয়ার ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আবদুল আউয়াল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের সিনিয়র কারিগরি উপদেষ্টা সাসো মার্টিনভ।
প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এই কার্নিভ্যাল শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে ধারণা অর্জন এবং কর্মজীবনের বিভিন্ন পথ অন্বেষণ করার একটি অনন্য সুযোগ প্রদান করবে। ক্যারিয়ার ক্লাবের সদস্যরা ৪০টির বেশি বেসরকারি প্রতিষ্ঠানকে কার্নিভ্যালে আমন্ত্রণ জানিয়েছে, যা নিসন্দেহে প্রশংসার দাবিদার। ১০টি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী সেশনগুলো থেকে চাকরির বাজারের প্রয়োজনীয়তা সম্পর্কে শিখে উপকৃত হতে পারবেন।
এ ছাড়া শিক্ষার্থীদের গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষা, সরকারি চাকরি, করপোরেট চাকরি, নেতৃত্ব ও গুণগত মান উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদানে তিনটি সেশনের আয়োজন করা হয়। সেশনগুলোতে বক্তব্য দেন এফএওর বাংলাদেশের সহকারী প্রতিনিধি নূর আহমেদ খন্দকার, এসিআই অ্যানিমেল হেলথের হেড অব বিজনেস মোহাম্মদ আমজাদ হোসেন, ইনজিনিয়াস ক্রপ সায়েন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ ও ৪৩তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী শানিরুল ইসলাম।
কার্নিভ্যালের দ্বিতীয় দিন (আজ) অংশগ্রহণকারী কোম্পানিগুলোর সহযোগিতায় একটি জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। ১০টি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা সরাসরি কোম্পানির স্টলে তাঁদের সিভি জমা দেওয়ার সুযোগ পাবেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১