গ্রিন ইউনিভার্সিটিতে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত:সোমবার, ২৪ ফেব্রু ২০২৫ ০৩:০২

গ্রিন ইউনিভার্সিটিতে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ, খুন, নারী নির্যাতন ও লাগামহীন অপরাধের বিরুদ্ধে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে গ্রিন ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গ্রিন ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণও উপস্থিত ছিলেন। তারা সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অপরাধের প্রতিবাদ জানিয়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, ‘কয়েক মাস ধরে দেশে নির্যাতন-নিপীড়ন বেড়েই চলছে। এর মূল কারণ আইনশৃঙ্খলার অবনতি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, দয়া করে আইনশৃঙ্খলার উন্নতির জন্য পদক্ষেপ নিন।’

এসময় শিক্ষার্থীরা ‘আমার তোমার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও’, ‘সুশাসন চাই, জীবনের নিরাপত্তা চাই’, ‘নারীর কেন দুর্গতি, বিচার চাই দ্রুতগতি’ প্রভৃতি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানবন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।