২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২৫ ফেব্রু ২০২৫ ০২:০২
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি দেশের ক্ষতি করতে হলে সেই দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আর আওয়ামী লীগ সেটাই করেছে। আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে। পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের শিক্ষামন্ত্রী শিক্ষাখাত চালাতো।
তিনি আরও বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান চেয়েছিলেন শিক্ষিত ছেলে-মেয়েদের দিয়ে দেশ পরিচালনা করতে। যার ফলশ্রুতিতে বিভিন্ন উদ্যোগও নিয়েছিলেন তিনি। বিএনপি আগামী দিনে ক্ষমতায় এলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে শিক্ষাখাতে। বিএনপি এই ভেঙে পড়া শিক্ষাখাতকে এগিয়ে নিয়ে যাবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীরা পাস করে চাকরির জন্য নেতাদের পেছনে ঘুরতে হবে না। লেখাপড়া শেষ করলেই যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের সন্তানরা ঠিকমতো লেখাপড়া করছে কি না সেদিকে খোঁজ রাখবেন। কেননা এখনই তাদের জীবন গড়ার সময়। শিক্ষার্থীদের নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সেদিকেও অভিভাবকদের সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, নাটোরে গত ১৫ বছর ছিল অশিক্ষিত নেতা। অন্যজন এদের এসএসসি পরীক্ষা দিয়ে দিত। এসব নেতারা স্কুল-কলেজের কমিটিতে এসে প্রতিষ্ঠানের গাছ চুরি করে খেত। এমন চোরেরা যদি দেশ চালায় তাহলে এ দেশের ভাগ্য কি হতে পারে?
নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১