১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২৫ ফেব্রু ২০২৫ ০২:০২
গ্রিসের প্রাচীনতম নাফলিও শহরের মেয়রের সাথে বৈঠক ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। নাফলিওতে কূটনৈতিক সফরের অংশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান নাফলিও শহরের মেয়র দিমিত্রিস অরফানোস।
পরে এক বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ ও কর্মসংস্থান সুযোগ এবং বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে সর্ম্পক সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
এরপর রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা নাফলিওর একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানান।
৬৫ জন শিক্ষার্থীর উপস্থিত একটি ক্লাসে রাষ্ট্রদূত বাংলাদেশের ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আলোচনা করেন। এসময় গ্রিক শিক্ষার্থীরা মনোযোগ সহকারে বাংলাদেশের ভাষা আন্দোলন ও ভাষা শহিদদের কাহিনি শোনে।
রাষ্ট্রদূত বাংলাদেশ নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করলে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে তা দেখে এবং বাংলা বর্ণমালা ও বাংলাদেশের পতাকা আঁকার চেষ্টা করে।
এই আকর্ষণীয় কার্যক্রমের মাধ্যমে গ্রিক শিক্ষার্থীরা বাংলা বর্ণমালার সঙ্গে পরিচিত হয় এবং বাংলাদেশের জাতীয় পতাকা আঁকতে শেখে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১