হারের ম্যাচ থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ ফেব্রু ২০২৫ ০৪:০২

হারের ম্যাচ থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক

দুবাইয়ে গতকাল দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-৩ গোলে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছে। তরুণ ফুটবলারদের সমন্বয়ে গঠিত নতুন দল নিয়ে হারের পর অধিনায়ক আফিদা খন্দকার ও বৃটিশ কোচ পিটার বাটলার দুই জনই হার থেকে শিক্ষণীয় বিষয় খুঁজছেন।

গতকাল রাতে খেলার পর আজ আবার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। অধিনায়ক আফিদা খন্দকার আজ বাফুফেকে দেয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘শিক্ষণীয় ছিল ওরা কিভাবে খেলছে আগে আমরা জানতাম না। এখন জানলাম ওরা কিভাবে খেলে। ওরা হাইপ্রেস করে না। আমরা যখন ওদের মাঠে (অর্ধে) খেলি তখন ওরা প্রেস করে।’

আরব আমিরাত বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে। উন্নত প্রতিপক্ষের সঙ্গে খেলার উপকারিতা নিয়ে বাংলাদেশের নতুন অধিনায়ক বলেন, ‘এগিয়ে থাকা দলের সঙ্গে খেলে আমরা বুঝতে পারি দূরত্ব কতটুকু। এখন আমরা বাংলাদেশে গিয়ে অনুশীলন করব। যাতে আমরা যেন ভালো খেলতে পারি।’

বাংলাদেশ দলের বৃটিশ কোচ পিটার বাটলার গতকাল ম্যাচের পরই বলেছিলেন হারলেও তিনি পারফরম্যান্সে সন্তুষ্ট। ফলাফলের চেয়ে নতুন বাংলাদেশ দল গড়ার লক্ষ্যই তার প্রাধান্য বিষয়। কাল বক্তব্যের মধ্যে সেটাই স্পষ্ট করেছেন আবার, ‘আমি বিশ্বাস করি, এই দল অনেক দিন টিকবে। এই সফরে জয়টা মুখ্য নয়, উন্নতি করাটা আসল। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ।’ কোচ এই মন্তব্যকালে পরোক্ষভাবে একটু খোচাও দিয়েছেন একপক্ষকে, ‘এই হারে কিছু সংখ্যক মানুষ মজা নেবে এবং হাসবে।’ বারবারই তিনি মন্তব্যের মাধ্যমে সাবিনাদের বিদ্রোহ প্রসঙ্গ প্রকারান্তরে উঠিয়ে আনেন।

গতকালকের ম্যাচ স্টেডিয়ামে বসে দেখেছেন বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি কালকের ম্যাচ নিয়ে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি ট্যাকনিক্যালি ব্যক্তি নই। আমরা যারা খেলা দেখেছি সবাই মেয়েদের খেলায় সন্তুষ্ট। তারা অনেক সম্ভাবনাময়। আমাদের বাফুফের দায়িত্ব তাদের সেই সম্ভাবনা বিকশিত করার সুযোগ নিশ্চিত করা।’

বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে বিগত সময়ে বাফুফের একাধিক কর্মকর্তা দলনেতা, সহকারী দলনেতা হিসেবে দেখা গেছে। এবার এই রকম কেউ নেই। সহ-সভাপতি ফাহাদ করিম দলের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত নন, ব্যক্তিগত কাজে দুবাই রয়েছেন। সেই সুবাদে বাংলাদেশ দলের ম্যাচ ও অনুশীলন সেশন দেখছেন। দুবাই থেকে বাফুফের পাঠানো প্রতিটি বিজ্ঞপ্তিতেই সহ-সভাপতির বার্তা এবং গতকাল বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে সহ-সভাপতিকে নিয়ে একাধিক পোস্টও হয়েছে।