রিয়াল-লিভারপুলে খেলা লেসকানোকে আনলো বসুন্ধরা কিংস

প্রকাশিত:শুক্রবার, ২৮ ফেব্রু ২০২৫ ০৪:০২

রিয়াল-লিভারপুলে খেলা লেসকানোকে আনলো বসুন্ধরা কিংস

আক্রমণভাগের শক্তি বৃদ্ধি করতে এবার নতুন চমক দেখালো বসুন্ধরা কিংস। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের যুব দলে খেলা হুয়ান লেসকানোকে দলে ভিড়িয়েছে দেশের ফুটবলের জায়ান্টরা।

মধ্যবর্তী দলবদলের শেষ দিনে আজ লেসকানোর নাম বাফুফেতে জমা দিয়েছে বসুন্ধরা কিংস। চলতি মৌসুমের দ্বিতীয় পর্বের বাকি ম্যাচগুলোতে খেলতে দেখা যাবে ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারকে।

লেসকানোর জন্ম আর্জেন্টিনায়। কিন্তু এই ফরোয়ার্ডের বেড়ে ওঠা স্প্যানিশ ক্লাব ইন্টার দি মাদ্রিদে। এরপর লিভারপুলের যুব দলে খেললেও পরে আবার ফিরে যান স্পেনে, যোগ দেন রিয়াল মাদ্রিদে। ২০১০-১১ মৌসুমে ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাবের যুব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

লেসকানোর পেশাদার ক্যারিয়ার শুরু হয় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আহলিতে। এরপর খেলেছেন সুইজারল্যান্ডের ক্লাব এফসি লুগানোসহ আরও ৮টি ক্লাবে। সর্বশেষ চীনের ক্লাব চংকিং টংলিয়াংলং এফসিতে খেলেছেন তিনি।

আক্রমণভাগে গোল খরা কাটাতেই লেসকানোকে দলে ভিড়িয়েছে কিংস। শিগগিরই ঢাকায় আসবেন তিনি। তার সঙ্গে কিংসে আবারও ফিরছেন উজবেকিস্তানের মিডফিল্ডার আসরোর গফুরভ। এছাড়াও দলে যোগ হচ্ছে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ও ঘানার একজন উইঙ্গার।