৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ০১ মার্চ ২০২৫ ০৩:০৩
বাংলাদেশের আকাশে আজ শনিবার সন্ধ্যায় দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ভোরে সেহরি খাওয়ার মাধ্যমে কাল রোববার হবে প্রথম রোজা। গত কয়েক বছর ধরেই রমজান মাসে গরম আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে।
কাল বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু? এ নিয়ে আবহাওয়াবিষয়ক সংস্থা অ্যাকুওয়েদার তাদের পূর্বাভাসে বলেছে, আবহাওয়া থাকবে সুন্দর। সঙ্গে থাকবে প্রচুর রোদ। আর দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে সাধারণ মানুষ তাপমাত্রা ৩৪ ডিগ্রি অনুভব করবেন।
কাল রাজধানী ঢাকায় কোনো ধরনের ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনাও খুব কম। অর্থাৎ প্রথম রোজাটি রোদের মধ্যে দিয়েই কাটবে। কাল ঢাকায় ৩৩ কিলোমিটার গতিতে বাতাস বইবে।
রাতের দিকে তাপমাত্রা কমে ২৩ ডিগ্রিতে নেমে আসবে। কিন্তু অনুভূত হবে ২১ ডিগ্রি সেলসিয়াস। রাতেও বৃষ্টি বা ঝড় হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।
অ্যাকুওয়েদার জানিয়েছে, গত বছর (২০২৪) ২ মার্চ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের তুলনায় এবার ২ মার্চের তাপমাত্রা ২ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় প্রথম রোজার সেহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট। আর ইফতার সন্ধ্যা ৬টা ২ মিনিটে। কাল সূর্যোদয় হবে সকাল ৬টা ২০ মিনিটে। আর সূর্যাস্ত যাবে ৬টা ২ মিনিটে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১