রণবীর-সময়কে কঠিন শাস্তি দেওয়ার দাবি শেখরের

প্রকাশিত:রবিবার, ০২ মার্চ ২০২৫ ০৪:০৩

রণবীর-সময়কে কঠিন শাস্তি দেওয়ার দাবি শেখরের

সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়না। ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ নামে এক অনুষ্ঠানে রণবীরের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করেছেন।

এবার তাদের বির্তকের বিষয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেতা শেখর সুমন। রণবীরদের জন্যই গোটা দেশ দিন দিন অসুস্থ হয়ে উঠছে। তাই কড়া পদক্ষেপ করার কথা বলেছেন তিনি।

শেখর বলেন, ‘এ কেমন প্রজন্ম, যেখানে মা-বাবাকে নিয়ে খারাপ কথা বলা হচ্ছে। এই ধরনের লোকজনকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। কখনোই তাকের দেশে ফেরানো উচিত নয়।’

‘ব্যঙ্গ করার নামে ওরা অসভ্যতা করছে। ইউটিউবে বাকস্বাধীনতার কথা বলার মানে অপশব্দ ও খারাপ কথায় ভরিয়ে দেওয়া হতে পারে না। এমন কথা বলা হচ্ছে, যে কেউ শুনে অসুস্থ বোধ করবে।’

এখানেই শেষ নয়। শেখর সুমন বিশেষ দাবি রেখেছেন। তার কথায়, ‘আমি চাইব, এদের অনুষ্ঠান পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হোক। এদের অনেক দূরে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া উচিত।’