১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ০২ মার্চ ২০২৫ ০৪:০৩
সিলেটে সড়কে উল্টে গেল জেলা পরিষদ কর্মকর্তার গাড়ি। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
রোববার (২ মার্চ) দুপুরে এয়ারপোর্টে রোডে মালনিছড়া চা বাগান সংলগ্ন সড়কে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম জানা যায়নি। তবে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, জেলা পরিষদ কর্মকর্তার গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে কর্মকর্তার গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে আহত হন একজন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১