১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ ০৩:০৩
সার্বিয়ায় সংসদের ভেতর সরকারি এমপিদের লক্ষ্য করে ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়েছেন বিরোধী দলের এমপিরা। এমন বিশৃঙ্খলা চলার সময় এক এমপি সেখানেই স্ট্রোক করেন।
সার্বিয়ায় গত চার মাস ধরে ব্যাপক আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন কৃষক, মজুরসহ সব সাধারণ মানুষ। তাদের পক্ষে বিক্ষোভ জানাতে আজ মঙ্গলবার (৪ মার্চ) সংসদে ধোঁয়ার গ্রেনেড মারেন বিরোধী এমপিরা।
গত বছর দেশটির নোভি সাদে রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। ওই ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এর জেরে দেশটির প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করতে বাধ্য হন। তা সত্ত্বেও আন্দোলন থামেনি। এ মুহূর্তে প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিকের প্রায় এক দশকের শাসন হুমকির মুখে পড়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্যান্য বিষয় সংসদের এজেন্ডায় আনে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি (এসএনএস)। ওই সময় বিরোধী দলের এমপিরা তাদের আসন থেকে ওঠে স্পিকারের দিকে ছুটে যান এবং সংসদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিবাদে জড়ান। অপর একটি অংশ ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়ে মারেন। টিভিতে প্রচারিত সরাসরি ভিডিওতে দেখা যায়, সংসদের ভেতর থেকে গোলাপি ও কালো রঙের ধোঁয়া বের হচ্ছে।
স্পিকার আনা বার্নাবিক জানান, এসব ঘটনায় দুজন এমপি আহত হয়েছেন। এরমধ্যে সরকার দলীয় জেসমিনা ওব্রাদোভিক স্ট্রোক করেন। তবে তা সত্ত্বেও সংসদের অধিবেশন ‘সার্বিয়ার মঙ্গলের’ জন্য চালু রাখার ঘোষণা দেন স্পিকার।
তার নির্দেশনা অনুযায়ী যখন অধিবেশন চলছিল তখন সরকার দলীয় এমপিরা কথা বলা শুরু করেন। তখন বিরোধী এমপিরা বাঁশি ও হর্ন বাজিয়ে সেগুলো বাধাগ্রস্ত করেন। এছাড়া তারা ‘ধর্মঘটের’ ডাক দেন।
ওই সময় সংসদের বাইরে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ। তারা রেলস্টেশন ধসে নিহত সেই ১৫ জনের জন্য নিরবতা কর্মসূচি পালন করেন। এছাড়া আগামী ১৫ মার্চ বেলগেরেদে বিশাল র্যালির ঘোষণা দিয়েছে বিক্ষোভের নেতৃবৃন্দরা।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আজ সংসদে বিশ্ববিদ্যালয়ের ব্যয় বাড়ানো সংক্রান্ত একটি আইন পাস করানোর কথা ছিল। এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগও নিশ্চিত করার কথা ছিল। কিন্তু এ দুটি বিষয়ের অন্য বিষয়গুলো সংসদের এজেন্ডায় আনায় ক্ষুব্ধ হন বিরোধীরা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১