১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ ০৩:০৩
সাবেক অ্যাথলেট ও বিকেএসপির অ্যাথলেটিক্স কোচ ফৌজিয়া হুদা জুই বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করবেন। গতকাল বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সাবেক এই অলিম্পিয়ানকে ছয় মাসের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
বিসিবি’র নারী বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তার ক্যারিয়ারে অনেক সময় কেটেছে বিকেএসপিতে। ক্রিকেট কোচ হলেও অ্যাথলেট জুইকে তার যথেষ্ট ভালোভাবেই চেনা। নারী ক্রিকেট দলে জুইকে সংযুক্ত করার কারণ সম্পর্কে ফাহিম বলেন, ‘জুই দেশের শীর্ষ পর্যায়ের অ্যাথলেট ছিল এবং কোচ হিসেবেও উচু মানের। বাংলাদেশ নারী ক্রিকেট দলের মান্নোয়নে সে ভূমিকা রাখার মতো। যোগ্যতা বিবেচনা করেই জুইকে নেয়া।’
বিকেএসপির সাবেক অ্যাথলেট ফৌজিয়া হুদা জুই ২০০০ সালে সিডনি অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। স্প্রিন্ট ও জাম্প দুই ইভেন্টেই তার আন্তর্জাতিক পদক রয়েছে। ইসলামিক গেমসে জুই লং জাম্পে স্বর্ণ এবং স্প্রিন্টে ব্রোঞ্জ জেতেন। এসএ গেমসেও লং জাম্পার হিসেবে তার দু’টি রৌপ্য রয়েছে। অ্যাথলেট হিসেবে অবসর নেয়ার পর কোচ হিসেবে কাজ করছেন। ইতোমধ্যে অ্যাথলেটিক্সে লেভেল-২ করেছেন। কোচিং সনদের পাশাপাশি তিনি একাডেমিকভাবেও দেশের নারী ক্রীড়াবিদদের মধ্যে অগ্রগণ্য। মালয়েশিয়া থেকে তিনি এক্সারসাইজ এন্ড স্পোর্টস সাইন্সের উপর পিএইচডি ডিগ্রি নেন।
অ্যাথলেটিক্স মাদার অব অল ডিসিপ্লিন হিসেবে খ্যাত। এরপরও ডিসিপ্লিন ভেদে ফিটনেস ও অনুশীলনে তারতম্যতা রয়েছে। অ্যাথলেটিক্স ও ক্রিকেটের মধ্যে ভিন্নতা থাকলেও জুই সেটা দ্রুত মানিয়ে নিতে সক্ষম হবেন বলে মন্তব্য ফাহিমের, ‘জুইয়ের বেসিক খুব সুদৃঢ়। খেলা ভেদে কিছু ডিফরেন্স থাকেই সেটা তেমন কোনো ইস্যু নয়। বাংলাদেশ পুরুষ দলে কোচিং স্টাফে রয়েছে রাগবি খেলোয়াড়। দেশের একজন শীর্ষ পর্যায়ের অ্যাথলেট ক্রিকেটে কাজ করবে এটা বিসিবি’র জন্য যেমন তেমনি অন্য খেলার ক্রীড়াবিদদের জন্যও অত্যন্ত ইতিবাচক বিষয়। এতে আমাদের মান্নোয়নের পাশাাপশি আন্তঃসংস্কৃতিও বৃদ্ধি পাবে।’
বিসিবিতে পুরুষ দলের ফিটনেস ট্রেইনার হিসেবে দীর্ঘদিন কাজ করছেন তুষার কান্তি হালদার। বিকেএসপির সাবেক এই শিক্ষার্থী ছিলেন হকি খেলোয়াড়। অন্য ডিসিপ্লিনের খেলোয়াড় হয়েও গত দেড় যুগে বাংলাদেশের সকল ক্রিকেটার তার সংস্পর্শেই জাতীয় দলে খেলেছেন এবং জাতীয় দলের ক্রিকেটাররাও ফিটনেস সংক্রান্ত তার পরামর্শ নেন হরহামেশাই। পুরুষ দলের মতো নারী দলেও যুক্ত হচ্ছেন ক্রিকেটের বাইরের ক্রীড়াবিদ। দীর্ঘদিন বিসিবিতে ফিটনেস নিয়ে কাজ করা সাবেক এই হকি খেলোয়াড় বলেন, ‘নিজেকে যোগ্য করে তোলাই সবচেয়ে বড় বিষয়। যোগ্যতা থাকলে অন্য খেলাতেও কাজ করা যায়। এমনকি বিদেশেও কাজের সুযোগ থাকে।’
বিসিবির সিদ্ধান্ত ও কাজের সুযোগ পেয়ে জুই রোমাঞ্চিত ও উৎসাহিত হলেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। বিকেএসপি থেকে বিসিবিতে কাজ করার ছুটি/নির্দেশনা পাওয়ার পরই তিনি নারী দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। জুইয়ের অনুমতি নিয়ে বিসিবি-বিকেএসপির সঙ্গে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১