বাসযোগ্য নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ ০৩:০৩

বাসযোগ্য নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য হারুন অর রশীদ বলেছেন, পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য আবাসনের সঙ্গে যুক্ত সবাইকে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজউকের সভাকক্ষে রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিগুলোর নিবন্ধন সনদ প্রদান ও অভিজ্ঞতা বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ডেভেলপার কোম্পানিগুলো সঠিকভাবে ভবন নির্মাণ বিধিমালা মেনে চললে নগরবাসী ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবে এবং একটি সুন্দর নগরী গড়ে উঠবে।

নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে নতুন এবং পূর্বে নিবন্ধিত রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানির নিবন্ধন নবায়নের আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক যাচাই-বাছাইয়ের পর কোম্পানিগুলোকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। এসময় ৭২টি নতুন কোম্পানিকে নিবন্ধন সনদ প্রদান করা হয় এবং ৯টি কোম্পানির নিবন্ধন নবায়ন করা হয়।

সনদ প্রদান অনুষ্ঠানের শুরুতে ডেভেলপার কোম্পানিগুলোর প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের সভাপতিত্বে সনদ প্রদান সভায় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি সমূহের প্রতিনিধিসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।