১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ ০৪:০৩
অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি জোম্যাটোর সিইও ও প্রতিষ্ঠাতা দীপিন্দার গোয়েলের গ্যারেজে Lamborghini Huracan নামে নতুন একটি স্পোর্টস কার যোগ হয়েছে।
এই গাড়িটির দাম ৪ কোটি ৬০ লাখ টাকা। অবাক করার বিষয় যে, পৃথিবীতে Lamborghini গাড়ির মাত্র ১ হাজার ৪৯৯টি ইউনিট রয়েছে যার মধ্যে একটি গাড়ির মালিক দীপিন্দার গোয়েল।
Lamborghini Huracan Sterrato গাড়ির বিশেষত্ব :
এটি কোম্পানির প্রথম Huracan মডেল, যা অফ-রোডিং করতে সক্ষম। সাধারণত স্পোর্টস কারগুলো শৌখিন হয়, কিন্তু এটি অনেকটাই ভিন্ন। সম্পূর্ণ কাস্টমাইজড করা গাড়িটির মধ্যে বিশেষ LDVI সিস্টেম থাকায় পাহাড়ি এবং জঙ্গল যে কোনো রাস্তা দিয়ে খুব সহজে চলতে পারে।
গাড়িটিতে রয়েছে স্পোর্ট, স্ট্রাডা এবং র্যালি নামে একাধিক ড্রাইভ মোড, যা বিভিন্ন ধরনের রাস্তার জন্য উপযুক্ত। গাড়িটির ইঞ্জিন ৫.২ লিটার ভি১০, যা ৮,০০০ আরপিএম-এ ৬০২ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে এবং ৬হাজার ৫০০ আরপিএম গতিতে ৫৬০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। মাত্র ৩.৪ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে পারে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৬০ কিলোমিটার। এই গাড়িটির দাম ভারতে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং অন-রোড প্রাইস প্রায় ৫ কোটির বেশি।
দীপিন্দার গোয়েলের গ্যারাজে আর যেসব গাড়ি রয়েছে :
তার কালেকশনে রয়েছে ভারতের প্রথম অ্যাস্টন মার্টিন ডিবি১২, যার দাম ৪কোটি ৫০ লাখ টাকারও বেশি। এছাড়াও রয়েছে- বেন্টলি কন্টিনেন্টাল জিটি, পোর্শে ৯১১ টার্বো এস যার দাম প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং ফেরারি রোমা, দাম ৩ কোটি ৭৬ লাখ টাকা । প্রত্যেকটি গাড়ি বৈশিষ্ট্য, গতি এবং পারফরম্যান্সের দিক থেকে এক কথায় অনবদ্য।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১