নতুন ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে গণশুনানি করবে ডিএনসিসি

প্রকাশিত:শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ ০৪:০৩

নতুন ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে গণশুনানি করবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮ ওয়ার্ডের সেবা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গণশুনানি করতে যাচ্ছে সংস্থাটি। এর আগে জনগণের মুখোমুখি মেয়র এমন এলাকাভিত্তিক আয়োজন হলেও ১৮ ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে সেবা সংক্রান্ত গণশুনানির বিষয়টি নতুন। সেখানে নাগরিক সমস্যার বিভিন্ন বিষয়গুলো নির্দিষ্টভাবে তুলে ধরতে পারবেন বাসিন্দারা।

শুক্রবার (৭ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১১ মার্চ সকাল সাড়ে ১০টায় গুলশান ডিএনসিসি নগরভবনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানান, সাধারণ মানুষ, নগরবাসী কেমন শহর চায়, তাদের প্রত্যাশা অনুযায়ী শহরে কি ধরনের বিষয়গুলো সংযুক্ত করলে ভালো হবে- এমন তথ্য নগরবাসীর কাছে জানতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ফেসবুক পেজেও নগরবাসীর মতামত জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি মতামত জানাতে একটি লিংক এবং কিউআর কোড দেওয়া হয়েছে।

ডিএনসিসির করা একটি ফেসবুক পোস্টে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ নিজের দেওয়া বার্তায় বলেছেন, প্রিয় ঢাকা (উত্তর) বাসী, এই শহর আমাদের সবার, আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর, বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব নয়। আমি সত্যিই জানতে চাই, আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে?

এই সমস্যাগুলোর কি ধরনের সমাধান আপনি কল্পনা করেন? এই শহর নিয়ে আপনার কোনো প্রিয় স্মৃতি আছে? কেমন হলে এই শহরকে আপনার স্বপ্নের শহর মনে হবে?

তিনি উল্লেখ করেন, আমরা সহযোগিতামূলক নগর শাসনে বিশ্বাস করি, যেখানে সিদ্ধান্ত জনগণকে সঙ্গে নিয়ে হয়। আপনার মতামত দিন, চলুন একসঙ্গে একটি ন্যায্য, মানবিক ও বাসযোগ্য ঢাকা তৈরি করি আপনাদের অংশগ্রহণই পরিবর্তনের প্রথম ধাপ।