১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ ০৪:০৩
দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নিয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির।
শুক্রবার (৭ মার্চ) স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেন বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এর আগে শুক্রবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে জাহাঙ্গীর কবিরের বড় বোন আনোয়ারা বেগম (৮৪) মৃত্যুবরণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, বড় বোনের মৃত্যুর পর জানাজায় অংশ নিতে বরগুনা জেলা প্রশাসকের কাছে স্বজনরা একটি লিখিত আবেদন করেন। পরে জানাজায় অংশ নিতে জাহাঙ্গীর কবিরকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। এরপর দুপুর দেড়টার দিকে পুলিশি নিরাপত্তায় বরগুনা জেলা কারাগার থেকে বের হয়ে বরগুনার সার্কিট হাউস মাঠে জানাজায় অংশগ্রহণ করেন জাহাঙ্গীর কবির। পরে দুপুর পৌনে ২টার দিকে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে বরগুনার জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জাহাঙ্গীর কবিরকে কারাবিধি অনুযায়ী দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে দুপুর দেড়টার দিকে জাহাঙ্গীর কবির কারাগার থেকে বের হয়ে পৌনে ২টার দিকে কারাগারে ফিরে আসেন। তিনি বর্তমানে কারাগারে আছেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বরগুনায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। তিন মিনিটের ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, ‘আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন।’ এ সময় জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, ‘আপা আপনি ঘাবড়াবেন না (মনোবল হারাবেন না)। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’
এরপর ১৪ আগস্ট ভোর ৬টার দিকে তার বাসভবন আমতলার পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম চাঁদাবাজি মামলায় তাকে কারাগারে পাঠান। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাষ্ট্রদ্রোহী মামলা করে। সেই মামলায় তিনি জেলহাজতে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১