সেই শিশু হত্যার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়

প্রকাশিত:শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১২:০৩

সেই শিশু হত্যার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়

বরিশাল: মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতেই একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনীষা চক্রবর্তী।

সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শম্পা বসু, সাধারণ সম্পাদক দিলরুবা নুরী প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছিল, একের পর এক নারী নির্যাতন ও নারী বিদ্বেষী কর্মকাণ্ড সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে। ৮ বছরের শিশু হত্যার মতো ন্যক্কারজনক ঘটনার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব নয়। বক্তারা অবিলম্বে সেই শিশু হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। নারী ফুটবলারদের ওপর হামলা হয়েছে, নারী শিল্পীদের যাতায়াতে বাধা সৃষ্টি করা হয়েছে।

তারা আরও বলেন, একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সরকার এসব ঘটনা নিয়ন্ত্রণ বা ঘটনায় জড়িতদের বিচার করছে না, অথচ সেই শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের মিছিলে ঢাকায় পুলিশি হামলা-মামলা করে সরকার ধর্ষকদের জন্য এক ধরনের প্রশ্রয়দাতার ভূমিকায় আবির্ভূত হচ্ছে।

নেতারা অবিলম্বে নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার দাবি করেন। যদি তা না হয়, সেক্ষেত্রে সারা দেশে নারীরা এসব নির্যাতনের বিরুদ্ধে কঠোর আন্দোলন তুলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ