৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১২:০৩
সেনা পাহারায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ছেড়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত। তাকে তার বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাণ গোপাল দত্তের মেয়ে চিকিৎসক অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী। তাকে বাড়ি নিয়ে যাওয়া হতে পারে।
বিশ্ববিদ্যালয়ে আসার কারণ প্রসঙ্গে ডা. বিপ্লব বলেন, অনিন্দিতা দত্ত চিকিৎসা নিতে এসেছেন, এমন তথ্য সঠিক নয়। তিনি এখানকার রেডিওলোজি বিভাগের একজন শিক্ষক। তিনি তার কর্মস্থল হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনে এসেছিলেন।
এর আগে সকালে নিজ কর্মক্ষেত্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনে অবরুদ্ধ হন আওয়ামী লীগের সাবেক সংসদ ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত। ছাত্রদলের কয়েকজন নেতা তাকে অবরুদ্ধ করেন। পরে আরও কিছু সংখ্যক ছাত্র-জনতা তাদের সঙ্গে যোগ দেন।
এ বিষয়ে শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, আমরা সকাল ৭টার দিকে তথ্য পেয়েছি যে প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে আটক করেছি। শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে, তারা এসে বাকি যা ব্যবস্থা নেওয়ার নেবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহিনুর আলম বলেন, শুনেছি একদল ছাত্র-জনতা ক্যান্সার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। সেনাবাহিনীর একটি টিমও এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১