৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ০৩:০৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার অফিসের জেনারেল শাখায় কর্মরত নিম্নমান সহকারী মো. এমরান হোসেনের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১৫ জনের মোট ৫৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বহিষ্কার করা হয়।
অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের জেনারেল শাখায় কর্মরত নিম্নমান সহকারী মো. এমরান হোসেনের বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে ১৫ জনকে চাকরি দেওয়ার নামে ৫৮ লাখ টাকা গ্রহণ করে তা আত্মসাৎ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির তদন্তের স্বার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধির ১৫ (বি) ধারা অনুসারে তাকে (মো. এমরান হোসেন) আজ মঙ্গলবার হতে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তবে তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আমরা জানতে পারি একটি চক্র চাকরি দেওয়ার কথা বলে প্রার্থীদের কাছ থেকে টাকা-পয়সা দাবি করছেন। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এমরান এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তিনি এর আগেও এভাবে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছিলেন কিন্তু তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তবে এবার আমরা জানতে পেরে তাকে বহিষ্কার করেছি। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সেটা বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১