৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ২৯ মার্চ ২০২৫ ০৪:০৩
সিয়াম-সাধনার মধ্য দিয়ে ২৯ দিন রোজা পালনের পর শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার (২৯ মার্চ) আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আমিরাতজুড়ে ঈদ জামাতের সময় ঘোষণা করেছে দেশটির সরকার। বিভিন্ন শহরে বা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, আল আইনে ৬টা ২৩ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৯ মিনিটে, রাস আল খাইমায়ে ৬টা ১৭ মিনিটে, ফুজাইরাহে ৬টা ১৫ মিনিটে, খোরফাক্কান ৬টা ১৬ মিনিটে এবং উম্মে আল কুইনে ৬টা ১৮ মিনিটে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১