পরিবারের একজন ভুল করলে বাকি সদস্যদের শাস্তি দেবেন না : অমি

প্রকাশিত:মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ১১:০৬

পরিবারের একজন ভুল করলে বাকি সদস্যদের শাস্তি দেবেন না : অমি

নিউজ ডেস্ক: ওই বিজ্ঞাপনে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। কোকাকোলার পাশাপাশি বিজ্ঞাপনে যারা অভিনয় করেছেন তাদের বয়কটের ডাক উঠেছে।

বিষয়টি নিয়ে বেশ বিপাকে পড়েছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। কারণ অভিনেতা শিমুল ও জীবন অমির বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। এছাড়াও শিমুল কাজল আরেফিন অমির সহকারী পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন। যে কারণে অনেকেই এই অভিনেতাদের পাশাপাশি অমিকেও বয়কটের ডাক দিয়েছেন।

আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে কাজল আরেফিন অমির নাটক ফিমেল-৪। এই নাটকে অভিনয় করছেন অভিনেতা শিমুল ও শরাফ আহমেদ জীবন। বয়কটের এই ‘ঝড়ে’ অমির ফিমেল-৪ বিদ্ধ হচ্ছে। সামাজিক মাধ্যমে অনেকেই এই নাটক না দেখার আহ্বান জানাচ্ছেন।

বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেলে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই নির্মাতা। যেখানে অমি দর্শকদের প্রতি অনুরোধ করে বলেছেন, পরিবারের একজন ভুল করলে বাকি সদস্যদের শাস্তি দেবেন না।

স্ট্যাটাসে অমি লিখেছেন, মানবতা ও বিবেক এই দুটি বিষয় একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। আমি সবসময় চেষ্টা করি আমার কাজের মাধ্যমে মানবতা এবং বিবেককে জাগ্রত রাখতে। গত রোজার ঈদের পর থেকে আমরা টানা ১২ দিন হিট ওয়েভের মধ্যে ফিমেল-৪ শুটিং করি। পুরো ইউনিটের সবাই মিলে কঠোর পরিশ্রম করি, শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য।

এই নির্মাতা লেখেন, আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের হয়ে কথা বলতে। সাধারণ মানুষের জীবনের ছোট-ছোট বিষয় তুলে ধরতে আমার কাজের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় বানিয়েছিলাম বিদেশ, কিডনি, দই, শেষমেশ। আপনাদের ভালোবাসায় আজকে আমি এখানে। আমি আবেগ আপ্লূত এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি।

এরপর কোকাকোলার বিজ্ঞাপন প্রসঙ্গে এই নির্মাতা বলেন, একটি বিজ্ঞাপনের সাথে সম্পৃক্ততা থাকে একটি এজেন্সির, কোম্পানি এবং বিজ্ঞাপন নির্মাতা। গতকাল থেকে যে বিজ্ঞাপনের ইস্যুটি নিয়ে আমার দর্শক, আমার পরিবার ও দেশবাসী বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন, আমি সবার কাছে পরিষ্কার করতে চাই, উক্ত বিজ্ঞাপনের সাথে আমি কোনভাবেই সম্পৃক্ত নই।

অমি লেখেন, আমি একজন পরিচালক। কোনো অভিনেতা-অভিনেত্রী যখন আমার প্রজেক্টে কাজ করতে আসে আমি শুধুমাত্র তাদের ডিরেকশন দেই। তাদের ব্যাক্তিগত জীবন, তাদের কাজ, তাদের পথ চলা- এর কোন কিছুর সাথেই আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই। অবশ্যই তারা আমার টিম মেম্বার কিন্তু সেটা শুধুমাত্র যখন তারা আমার কাজ করবে তখন। এর বাইরে তাদের ব্যাক্তিগত জীবন আছে। আপনারা আমার উপর রাগ করছেন, আবেগ আপ্লুত হচ্ছেন। আমি আপনাদের সকল রাগ-অভিমান মাথা পেতে নিচ্ছি। কারন, বিজ্ঞাপনটির অভিনয়শিল্পী যারা আছেন, তারা আমার সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন।

অভিনয়শিল্পীদের অভিভাবক নন উল্লেখ করে অমি বলেন, আপনারা অনেকেই হয়ত এই অভিনয়শিল্পীদের আমার পরিচালিত কাজের মাধ্যমে চেনেন। কিন্তু আমি শুধুমাত্রই এই অভিনয়শিল্পীদের পরিচালক, তাদের অভিভাবক নই। তারা ব্যক্তিগত জীবনে কি করবে, তা সম্পূর্ণই তাদের নিজস্ব ব্যাপার, আমার সেখানে কোনো হস্তক্ষেপ নেই। আর আপনারা যারা তাদের উপর অভিমান করে বলছেন, আমাদের এত কষ্টে বানানো ফিমেল-৪ দেখবেন না, অভিমান করে বলছেন- আমরা বয়কট করছি ফিমেল ৪। আপনারা নিশ্চয়ই পরিবারের একজন ভুল করলে সেই পরিবারের অন্য সদস্যদের শাস্তি দিবেন না।

দর্শকদের উদ্দেশে এই নির্মাতা লেখেন, আমরা যারা একসাথে কাজ করি সবাই একই পরিবারের সদস্য বলে আমি মনে করি। আমাদের পরিবারের কেউ যদি ভুল করে থাকে, সে তার ভুল বুঝতে পারে এবং যদি ক্ষমাপ্রার্থী হয়, অবশ্যই আমরা চাইবো তাকে যেন দেশবাসী এবং সাধারন মানুষ ক্ষমা করে দেয়। আশা করছি আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না এবং আমার পরিশ্রমকে বিফলে যেতে দিবেন না।

ফিমেল-৪ নাটক দেখার আহ্বান জানিয়ে পরিচালক লেখেন, সকলের কাছে অনুরোধ করছি, আমার কাজে কোন অভিনয়শিল্পীর ব্যক্তিগত জীবন খুজবেন না, আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে কাজ করি না। আমি আমার গল্পের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করি, যে চরিত্রগুলো আমাদের সমাজের প্রতিচ্ছবি। আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ। শুধু মাত্র বড় পরিসরে গল্প বলার জন্যই ফিমেল-৪ ওটিটি প্লার্টফর্মের জন্য বানানো। কারণ ইউটিউবে এত বড় পরিসরে কাজ করা যায় না।