৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ১২ জুন ২০২৪ ০৩:০৬
নিউজ ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ৪৬ রানে হারিয়ে অপরাজিত থেকে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে মোহামেডান। এ নিয়ে তৃতীয়বার মেয়েদের লিগের শিরোপা ঘরে তুলল দলটি। দিনের অন্য ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে রানার্সআপ হয় আবাহনী লিমিটেড। দুটি ম্যাচই হয়েছে বিকেএসপিতে।
শিরোপা জয়ের কৃতিত্বটা মোহামেডানের অধিনায়ক সালমা খাতুন পুরো দলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের দলের সতীর্থ যাঁরা আছেন, কোচ, সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এটি। আমরা চেয়েছি, পুরো দল যেন একটা পরিবার হয়ে খেলে, সেটা আমরা ভালোভাবে করতে পেরেছি। আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। কারণ, তাদের সহযোগিতায় এই ফল এসেছে।’
টপ অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারিও মোহামেডানের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ‘টিম বন্ডিং’-এর কথা আলাদা করে বললেন, ‘এটা ডিপিএলে আমার প্রথম চ্যাম্পিয়নশিপ। খুব ভালো লাগছে। আসলে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটা অসাধারণ। পুরো টুর্নামেন্টে আমরা অনেক ভালো খেলেছি। আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো ছিল। সে জন্যই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।’
এবারের মেয়েদের লিগে সর্বোচ্চ ৪৪৬ রান করেছেন মুর্শিদা খাতুন। মোস্তারির মতো প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জেতার রোমাঞ্চ উপভোগ করছেন তিনিও, ‘আমার জীবনে প্রথম ডিপিএল শিরোপা, অনুভূতিটা স্বাভাবিকভাবেই অন্য রকম। আশা করছি, প্রতি প্রিমিয়ার লিগেই পারফর্ম করে যাব। দলকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।’
জাতীয় দলের এই ওপেনারের চোখ এখন আসন্ন এশিয়া কাপে, ‘এই প্রিমিয়ার লিগ থেকে যেসব শটে উন্নতি এসেছে, সেগুলো যেন আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে যেতে পারি। এটা ওয়ানডে সংস্করণ। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে। আশা করছি এই ধারাটা এশিয়া কাপে নিতে যেতে।’
মেয়েদের লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছে অভিজ্ঞ রুমানা আহমেদের হাতে। ৬ ইনিংসে ব্যাট করা রুমানা ২৪১ রানের পাশাপাশি ৯ ইনিংসে বল করে উইকেট নিয়েছেন ১৭টি। এক বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটার টুর্নামেন্ট–সেরার পুরস্কার জেতার অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘আমার খুবই ভালো লাগছে। পুরো এক বছর আমি জাতীয় দলের বাইরে। এই একটা বছর একটানা পরিশ্রম করেছি যেন এই টুর্নামেন্টে ভালো করতে পারি। আল্লাহর অশেষ মেহেরবানি যে সেটা করতে পেরেছি।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১