৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ১৬ জুন ২০২৪ ০২:০৬
নিউজ ডেস্ক: রোববার (১৬ জুন) দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে হরিজন অধিকার আদায় সংগঠনের আয়োজনে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির রংপুর জেলা সভাপতি সুরেশ বাসফোর সভাপতিত্ব ও সহ-সভাপতি রাজু বাসফোর সঞ্চালনা করেন।
এ সময় সংহতি সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীরা শত শত বছর ধরে বংশ পরম্পরায় এই দেশকে পরিষ্কার রাখছে। তাদেরই একটি অংশ ঢাকার মিরনজিল্লা কলোনিতে বসবাস করে। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের মদদে স্থানীয় কাউন্সিলর আউয়াল সবজি মার্কেট করার কথা বলে হরিজনদের পাঁচ হাজার বর্গফুট জায়গা দখল করেছে। ফলে শতাধিক পরিবারের কয়েকশ মানুষ তাদের বাসস্থান হারিয়েছে। বেআইনিভাবে উচ্ছেদের শিকার মিরনজিল্লা কলোনির এই পরিবারগুলোকে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদানসহ পুনর্বাসন করতে হবে। চারশ বছর ধরে বসবাসকারী পরিবারগুলোকে যারা উচ্ছেদ করেছে তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন রংপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোজাহার আলী, বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু, বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ রংপুর জেলা সভাপতি সুশান্ত ভৌমিক সুবল, মহানগর সভাপতি সুব্রত সরকার মুকুল, সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, সহ-সভাপতি সুব্রত কুমার রায়, জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলার সভাপতি বিমল খালকে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১