৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ১৬ জুন ২০২৪ ০৩:০৬
নিউজ ডেস্ক: ভারতের সিকিম রাজ্যে টানা বৃষ্টিতে ভূমিধসে উত্তর সিকিমের মানগান জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মজুয়া গ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের সার্বিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
উত্তর সিকিম থেকে নেমে আসা তিস্তা নদীর পানি বাড়ছে। পানিতে প্লাবিত হচ্ছে দুই কূল। গত চার দিনের টানা বৃষ্টিতে ধস নেমেছে উত্তর সিকিমের পাহাড়ি রাস্তায়। সেতু ভেঙে রাজ্যটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে নিচু এলাকার মানুষদের সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
এদিকে বুধবার সিকিমের সাংকলন সেতু ভেঙে পড়লে সেই সেতু গতকাল জরুরি ভিত্তিতে নির্মাণ করেছে সিকিমের বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও। এখন সিকিমে আটকে পড়া ১ হাজার ২০০ পর্যটককে উদ্ধার করার জন্য নেমে পড়েছে সেনাবাহিনীও।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১