১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ২১ জুন ২০২৪ ০৯:০৬
নিউজ ডেস্ক: শুক্রবার(২১ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কৌশিক বলেন, ওয়ারী থানার টিকাটুলি হানিফ ফ্লাইওভারের উপরে ওই বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ পড়ে থাকলে আমি তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। আনার পরে ওই বৃদ্ধকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা ওই বৃদ্ধর নাম জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ওয়ারী থানা পুলিশকে জানিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১