আ.লীগের শোভাযাত্রায় নেত্রীদের মধ্যে হাতাহাতি

প্রকাশিত:শুক্রবার, ২১ জুন ২০২৪ ০২:০৬

আ.লীগের শোভাযাত্রায় নেত্রীদের মধ্যে হাতাহাতি

নিউজ ডেস্ক: শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে নির্মাণ করা অস্থায়ী মঞ্চের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার সময় অস্থায়ী মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা ও বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অবশেষে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শোভাযাত্রায় অংশ নিতে একটি বড় আকারের জাতীয় পতাকা নিয়ে আসা হয়। সেই পতাকা ধরে দাঁড়ান যুব মহিলা লীগের নেত্রীরা। পতাকা ধরে দাঁড়ানো নেত্রীদের মধ্যে জায়গা পাওয়া নিয়ে ধাক্কাধাক্কি হয়। মুহূর্তেই তা হাতাহাতিতে রূপ নেয়।

হাতাহাতির সময় এক নেত্রী আরেক নেত্রীর গালে চপেটাঘাত করেন।

এ সময় ঘটনাস্থলের কাছেই ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন তিনি। তবে এ ঘটনায় কেউ আহত হননি।