৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ২২ জুন ২০২৪ ১১:০৬
নিউজ ডেস্ক: বেড়াতে গিয়েছিলেন। খোশমেজাজেই ঘুরছিলেন বিলাসবহুল ইয়টে। আচমকাই অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হলো না। মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হয় তিউনিসিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফারহা আল কাধির। খবর পিপলডটকমের
তিউনিসিয়ায় বেশ জনপ্রিয়তা ছিল ফারহার। ইনস্টাগ্রামে তাঁর ১০ লাখেরও বেশি অনুসারী। তাঁর প্রোফাইলে লেখা ‘ডায়মন্ড ইন দ্য স্কাই’। একটি বেসরকারি প্রতিষ্ঠানে স্থপতি হিসেবে কাজ করতেন ফারহা। ফ্যাশনেও ছিল তাঁর প্রবল আগ্রহ। ফ্যাশন ব্র্যান্ড বাজার ফাফের কর্ণধার ছিলেন তিনি। নিজেকে ‘ভ্রমণপাগল’ হিসেবেও পরিচয় দিতেন। যখনই সুযোগ পেতেন বেড়াতে বের হতেন। সেই বেড়াতে গিয়েই মৃত্যু হলো তাঁর।
এই তারকা ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছিলেন গ্রিসের একটি রেস্তোরাঁ থেকে। একাধিক ছবি শেয়ার করেন তিনি। একদিকে পাহাড়, আরেক দিকে সমুদ্র। তারই মাঝে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন ফারহা। তখনো জানতেন না, এই পৃথিবীতে তাঁর আয়ু ফুরিয়ে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১