৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ২৪ জুন ২০২৪ ১০:০৬
বিনোদন ডেস্ক: ‘এটা বাংলাদেশের কোনো সিনেমার গান, বিশ্বাসই করতে পারছি না। সত্যিই অসাধারণ হয়েছে।’ পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গান শুনে লিখেছেন এক দর্শক।
২০ জুন চরকি, এসভিএফের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর লুফে নিয়েছেন দর্শকেরা। বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে তালিকার শীর্ষে রয়েছে ‘দুষ্টু কোকিল’।
প্রকাশের মাত্র তিন দিনে চরকির ইউটিউব চ্যানেলে ৯৫ লাখের বেশিবার দেখা হয়েছে। এসভিএফের চ্যানেলে ৪৫ লাখেও বেশিরবার দেখা হয়েছে। ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতার শ্রোতাদের মাঝেও সাড়া ফেলেছে গানটি।
‘দুষ্টু কোকিল’ শুনে রুবিনা রুবিস নামের এক দর্শক লিখেছেন, ‘কনা দুর্দান্ত গেয়েছে। ভয়েসটা কী অসাধারণ লাগল। আমি তো গানটার সুর আর কনার কণ্ঠের জন্য শুনছি। পরিবেশনায় মিমিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সবাই ভালো করেছে।’
আবু সাইদ নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘গানটা আমি অনেকবার শুনলাম। গানটা দারুণ লেগেছে।’
এর আগে সিনেমার ট্রেলারে ‘দুষ্টু কোকিল’ গানের অংশবিশেষ ছিল। তখন থেকেই গানটি আগ্রহ তৈরি করেছিল। গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই ট্রেন্ডিংয়ে চলে আসবে, তা অনেকটা অনুমেয় ছিল।
‘তুফান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।
ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড। ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১