৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ২২ মে ২০২৪ ১১:০৫
নিউজ ডেস্ক: ময়মনসিংহের দর্শকদের উন্মাদনার দারুণ প্রতি উত্তর দিয়েছে আজ ফেডারেশন কাপের ফাইনাল। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক দর্শক প্রাণভরেই উপভোগ করলেন আজকের ফাইনাল। ৬৩ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল মোহামেডান।
ইমানুয়েল সানডের সেই গোলের পর খেলাটা ঝুঁকে ছিল সাদাকালোদের দিকেই। কিন্তু ৮৬ মিনিটে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগুয়েল দামাসেনোর দারুণ এক গোলে শেষ পর্যন্ত ফেডারেশন কাপের ফাইনাল গড়িয়েছে অতিরিক্ত সময়ে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত।
খেলার শুরু থেকেই ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণ, উপভোগ্য ফুটবল খেলেছে দুই দলই। তবে তুলনামূলক গোলের সুযোগ বেশি তৈরি করেছে মোহামেডানই। তবে কিংসও কম যায় না। দরিয়েলতনের একটি পান পায়ের ভলি লক্ষ্য খুঁজে পায়নি। রবসনরে একটি শট বারে লেগেছে।
মোহামেডানের দিয়াবাতে, শাহরিয়ার ইমন, ইমানুয়েল সানডেরাও কিংসের রক্ষণকে চাপে রেখেছিলেন সারাক্ষণই। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে উপভোগ্য এই ম্যাচে সমতা। অতিরিক্ত সময়ে গড়ানো খেলা গত বছর কুমিল্লায় অনুষ্ঠিত ফাইনালের মতো আরও একটি রোমাঞ্চ উপহার দিতে যাচ্ছে, এটা বলে দেওয়াই যায়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১