ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আওতাভুক্ত দপ্তর ও সংস্থার এপিএ স্বাক্ষর

প্রকাশিত:রবিবার, ৩০ জুন ২০২৪ ০১:০৬

ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আওতাভুক্ত দপ্তর ও সংস্থার এপিএ স্বাক্ষর

জাতীয় ডেস্ক: রোববার (৩০ জুন) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এপিএ স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আরিফ ও হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) নাহিদা আলম নিজ নিজ দপ্তর সংস্থার পক্ষে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন।

অন্যদিকে, ভূমি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ ভূমি মন্ত্রণালয়ের পক্ষে স্বাক্ষর করেন।

এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।