তাসকিনের ঘুমকাণ্ড-শান্তদের পারফরম্যান্স নিয়ে যা বললেন আকরাম

প্রকাশিত:শুক্রবার, ০৫ জুলা ২০২৪ ১০:০৭

তাসকিনের ঘুমকাণ্ড-শান্তদের পারফরম্যান্স নিয়ে যা বললেন আকরাম

ক্রীড়াঙ্গণ ডেস্ক: ক্রিকবাজের খবরে জানা যায় ম্যাচের দিন দেরিতে ঘুম থেকে ওঠায় টিম বাস মিস করেন টাইগার এই পেসার। যে কারণে পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট! যদিও তাসকিন জানিয়েছেন, দেরি হলেও একাদশ গঠনের আগেই মাঠে হাজির হয়ে তিনি জাতীয় সঙ্গীতে অংশ নিয়েছিলেন। এবার সেই ঘুমকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন বিসিবি পরিচালক এবং সাবেক অধিনায়ক আকরাম খান। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ঠিক হয়নি এটি।

তাসকিনের আচরণ অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আকরাম বলছিলেন, ‘সে গুরুত্বপূর্ণ প্লেয়ার, আসলে এ কারণে ম্যাচ মিস করবে এমনটা হয় না। এটা আমি প্রথম শুনলাম আরকি। টিমে তো এক-দুইজন থাকে না, প্রায় সাতাশ-ত্রিশজন থাকে। তো আমার মনে হয় এটা আসলে হওয়া উচিৎ হয়নি।’

এরপর বাংলাদেশের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা সবকিছুতে ডেভলপ করেছি, উইকেটটা দেখেছেন, স্পিননির্ভর ছিল, এখন ফাস্ট বোলাররা ভালো বোলিং করছে। কিন্তু যে ওয়েতে আমরা খেলছি, সবাই অবাক, কারণ ফলাফল এত খারাপ হওয়ার কথা নয়। আমার মনে হয় তারা মেন্টালি প্রেশারটা নিয়ে নেয়। অথচ ইন্ডিয়ার প্লেয়াররা খুব প্রেশারে থাকে, কারণ ওদের ওপর এক্সপেক্টেশন থাকে খুব হাই। কিন্তু সবসময় চ্যাম্পিয়ন হতে না পারলেও, ওরা ঠিকই খেলাটা মাঠে এনজয় করে।’

এদিকে, ঘুমকাণ্ডের ঘটনার পর অবশ্য দলের সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন তাসকিন। তবে সহজেই পার পাচ্ছেন না এই পেসার। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির আরেক পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘রিপোর্টটা আসার পর কোথায় সমস্যা আছে…এটা তো সবার সঙ্গে আলোচনার বিষয়। এরপর ক্রিকেট অপারেশন্স আছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। স্পষ্টভাবে আমরা এটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। এটা গ্রহণ করার মতো নয়। ভবিষ্যতে এমন যেন না হয় সেটার একটা সমাধান করা হবে।’